+91-9830330809 / +91-9830050132

মাস্টার মশাই প্রণাম নেবেন

জন্মের পরে গল্পের ছলে,
শ্রবন শক্তি বৃদ্ধি করে।
মস্তিস্কে ভাবনা ঢোকায়,
চিনি সবাই, চিনি তারে।।

পুঁথির পড়া না পড়ালেও,
গল্প বলে পুঁথি পড়ান।
আসল শিক্ষক তাঁকেই মানি,
তিনি যে মা, তিনিই প্রাণ।।

শিক্ষক দিবস নিয়ে লিখতে গেলে,
তাঁদেরই কথা মনে পরে।
অ, আ, ক, খ শিখিয়েছিলেন,
ঘরের মধ্যে হাতটি ধরে।।

৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস,
বিষয়টা সবার জানে।
রাষ্ট্রপতি মহান শিক্ষক,
ডঃ রাধাকৃষ্ণানের জন্মদিনে।।

শিক্ষক দিবস আসে যায়,
শিক্ষা নিয়ে ব্যবসা চালায়।
জনমুখী শিক্ষা নিয়ে,
প্রশাসক/ শিক্ষক এর দায়িত্ব কোথায়?

অপবাদ দিয়ে প্রশাসনকে,
টিউশনটা চলছে রমরমিয়ে।
শিক্ষক দিবস হচ্ছে পালন,
হাততালি পায় লেকচার দিয়ে।।

শিক্ষার আলো, প্রেরণা দাতা,
সে তো ঘরের পিতামাতা।
আজকের দিনে মনে পরে,
প্রাথমিক, মাধ্যমিক শিক্ষকদের কথা।।

দুঃস্থ শিক্ষকদের সাহায্যতে,
এই দিনটি মুখ্য ছিল।
শিক্ষকরা আজ ভালোই আছেন,
শিক্ষা ব্যবস্থাই দুঃস্থ হল।।

 

…………..✍️
অজিত সান্ত্রা
০৫/০৯/২০২০