
Royalty payments for each Royalty Quarter will be processed within 45 days after the end of each Royalty Quarter
Meet Our Authors






Orange Publishers – Leading Book PUBLISHING COMPANY in Kolkata
Publishing Your Dream!
Orange Publishers is a leading book publishing house in India. With more than three decades of combined hard-core experience in the Custom publishing & printing industry, we are here to help you with everything you will ever need to become a Published Author. Your desire to become a published author can come true in just 4 easy steps. Before long, you will find your book, your creation, proudly gracing the bookshelves much like a shining newborn star. Straight & simple. No fine print. No dilly-dally. Here you go!





ORANGE NEW RELEASES

Can animals talk? Do humans only have the ability to talk? Animals can also communicate in their own language but we can’t understand that. What if, we could decipher their language, then what kind of stories and messages could we have gathered from them? It’s a wild guess. These wonderful creatures can also express, can also tell their stories, about read more...

The Book ‘Glimpse’ is a collection of some wonderful poems. Every poem is philosophical and thought-provoking. The poet has written the poems with great energy and spirit. The reality of human life is noticeable in his creation. That’s his excellence. The language of the poem is simple and lucid. But the depth is amazing. This is one of the significant features of his poems. In fine, the poems will certainly give true joy and satisfaction to the readers.

“Life on Wheels” is a collection of romantic poems which takes a journey back and forth from youth to seniority. Love has always been identified as the most inspiring element to live and in a quite unassuming way it comes in different forms in varied times. The poet, a busy surgeon, has tried to dissect and assimilate the basics of romance in his own invincible style, balancing between truth and imagination, acceptance and rejections, smiles and tears, yearnings and partings…the wheel of balance moves on.

কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজের এক তরুণ শিক্ষার্থী, যে ছিল সিনেমার দিওয়ানা, হঠাৎ একদিন ডাক পেল এক বিশ্ববরেণ্য চিত্র পরিচালকের, তাঁর নতুন ছবিতে শিল্প নির্দেশনার দায়িত্ব পালনের। মৃণাল সেন পরিচালিত ‘খারিজ’ ছবিতে আর্ট ডিরেকশনের কাজ করে সারা ভারতের সিনেমা হলে সাড়া ফেলে দিল সে; পেল জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তাও একেবারে জীবনের প্রথম ছবিতেই। ডাক এল বলিউড থেকে।

‘মনের কবিতা’ বইটিতে বিভিন্ন ধারার কবিতা আছে যা মানুষের জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িত। মানুষের আশা-আকাঙ্ক্ষা, সুখ-দুঃখ, জীবন-জীবিকা, প্রেম-ভালোবাসা, সমাজ-রাজনীতি, দুর্নীতি ও তার প্রতিকার ইত্যাদি দিককে তুলে ধরা হয়েছে কবিতার মাধ্যমে। পাঠক এই বইয়ের কবিতার মাধ্যমে নিজের জীবনের অনেক মিল পেতে পারে। আমরা সবাই সাধারণ মানুষ কিন্তু আমাদের সবার মধ্যে অসাধারণ গুণ আছে, শুধু আমাদের মন দিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া উচিত ও কঠোর পরিশ্রম করা উচিত। এক না এক দিন সে তার লক্ষ্যে পৌঁছবেই।

‘অনেকের কথা’ বইটিতে সমাজের বিভিন্ন মানুষের পারস্পরিক সম্পর্কের বহুমাত্রিক দিক উঠে এসেছে। মা-সন্তান, নারী-পুরুষ-এর বিভিন্ন রকম অবস্থানের কথা বলা হয়েছে। ছোটবেলা থেকে একটা কথা শুনে এসেছি, “মানুষ দেখে শেখে অথবা ঠেকে শেখে।” এই বইতে অনেক রকমের অভিজ্ঞতা ব্যক্ত করা হয়েছে। সেইসব অভিজ্ঞতা পাঠক, পাঠিকাকে বিপদের মোকাবিলা করতে সাহায্য করবে।

নিজের ছবি দেখি আয়নায়, কিন্তু কেন দেখি না অন্তরের মাঝে যে ছবি ফুল হয়ে ফুটে আছে? ফুল যেমন শুকিয়ে যায়, ঠিক তেমন-ই একদিন অন্তরের ছবি মুছে যাবে। কবি তার ভাষায় ও প্রকাশে ওই অন্তরের ছবি মুছে যাওয়ার আগে সকলের সামনে আয়না তুলে ধরতে চায়। নানা বিবরণে ও সমাজের আলোচনায় মানুষকে জাগিয়ে তোলার উদ্দেশ্যে ‘মনের আয়না’।

গোয়েন্দা অফিসার চরণের ডায়েরির পাতা থেকে তুলে আনা তিনটি ঘটনা নিয়ে রচিত এই উপন্যাস৷ তিনটি ঘটনাই ঘটেছিল তার ব্যক্তিগত পরিসরে – একটি তার ভাবী জীবনসঙ্গীনীর পরিবারে, এবং অন্য দুটি তার পরিচিতজনের মধ্যে৷ তিনটি ঘটনাতেই সে তার ষষ্ঠ ইন্দ্রীয় ও পেশাগত দক্ষতায় অল্প কয়েকদিনের মধ্যে পৌঁছে গিয়েছিল অপরাধের মূলে এবং প্রাণ বিপন্নকারী পরিস্থিতির মোকাবিলা করে সফল হয়েছিল আসল অপরাধীকে পাকড়াও করতে৷ উপন্যাসত্রয়ীর শিহরন জাগানো ঘটনাবলি আদ্যোপান্ত বিমুগ্ধ করে রাখবে read more...

শ্রুতিমধুর স্বরবৈচিত্রই কাব্যগ্রন্থের শেষ কথা নয়। পাঠকদের মনে বিষয়ের পূর্ণ অর্থবোধ ও উপলব্ধির গভীরতার পরিতৃপ্তিদানেই কবিতা লেখা সার্থক হয়ে ওঠে। ‘শেষের দিনে’ কাব্যগ্রন্থে ফুটিয়ে তোলা হয়েছে তারই একক রূপরেখা। মানুষ জন্মগতভাবে বড় একা। পরিস্থিতি এবং সময়ের কাছে মানুষ চিরকালই পরাজিত। ছিন্ন-ভিন্ন কিছু বাস্তব জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্না, আবেগ-অনুভূতি; বর্তমান সমাজের দৃষ্টিভঙ্গি, আদব-কায়দা... অন্ধকারের স্নেহময় গর্ভ থেকে তুলে আনা এমনই কিছু টুকরো অনুভূতি ও উপলব্ধি নিয়ে তৈরি এই কাব্যগ্রন্থ।

সব সৃষ্টিরই একটা উদ্দেশ্য থাকে— তা সে যাই হোক কবিতা, নাটক কিংবা শিল্পকলা। সবারই লক্ষ্য এক— মন ও মননকে ছুঁয়ে যাওয়া, সত্য ও সুন্দরকে খুঁজে বের করা। ‘ধূসর বিকেল’-এর কবিতাগুলির মধ্যে দিয়ে মানুষের সুপ্ত অনুভূতি ও চেতনার জগতে ঘা দিয়ে তুলে আনার চেষ্টা করা হয়েছে সেই চিরন্তন মানবিকতাকে যা দিয়ে গড়া যাবে অন্যায়-অবিচার আর আবিলতাহীন এক সুন্দর সমাজ। ধূসর বিকেলের পর আবার যেন ফিরে আসে একটা নির্মল ঝলমলে সকাল।

1970s to 1990s had been sheer embarrassment of riches producing an array of great players and very significant first-time events. From Kerry Packer revolution, Coloured Clothing, Night Cricket, White Ball, One Day Tournaments including World cup, Neutral Umpires, Ban and return of South Africa, introduction of new cricketing nations, rise of the subcontinental Nations as Cricketing read more...
ORANGE BESTSELLING BOOKS
আমাদের আবাল-বৃদ্ধ-বনিতার ফেলে আসা শৈশব থেকে শুরু করে কৈশোরের স্মৃতিমেদুর মুহূর্তগুচ্ছকে এক লহমায় মুঠোর মধ্যে ধরে আনতে যাঁর শব্দজাদুর জুড়ি মেলা ভার, সেই শিশু ও কিশোর সাহিত্যের অপ্রতিম দিকপাল, চিরসবুজ অশীতিপর সাহিত্যিক হলেন বরেণ্য ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। হ্যাঁ। এক-বুক প্রশ্বাস ধরে রেখে এক-নিশ্বাসে এত-বড় শব্দবন্ধের বাক্য প্রয়োগ বোধকরি অগ্রজদের সমান্তরালে ওঁর মতো ‘সৃষ্টিকর্তা’র ক্ষেত্রেও সম্ভবপর। কারণ, তিনিই যে আবার একাধারে আমাদের শিশু-কিশোর সাহিত্যের অমর সৃষ্টি ‘পাণ্ডব read more...

Let’s get introduced with the fantasy world of Yash, a 7 years old boy who loves to put his imaginations on paper through writing and drawing. The book is a collection of several fascinating short stories that come with strong messages for the society.

এ বইয়ে জীবন্ত হয়ে উঠেছে রূঢ় বাস্তব জীবনের সুখ -দুঃখ, ভালো-মন্দে গড়া কিছু রক্ত মাংসের মানব চরিত্র। যাদের অব্যক্ত বেদনা, অস্ফুট ক্রন্দন, বুকচাপা আর্তনাদ, নীরবে জানানো বিদায় পাঠককে স্পর্শ করবে; এদের মধ্যেই পাঠক নিজেকে খুঁজে পাবেন। কুয়াশা মাখা বিহানে লেখকের লেখনীতে প্রাণ পাওয়া জীবনচরিতের এই মূর্ত প্রতীকরা পাঠকের চোখে মায়া অঞ্জন লাগিয়ে হেরে না গিয়ে জীবনটা নতুন করে শুরু করার অনুপ্রেরণা দেবে, স্বপ্ন দেখতে শেখাবে।

‘A CHRONICLE OF DESIRES’ is a collection of poems and short stories which reflects the inherent conflicts and inner tangles of a successful professional which have rarely surfaced or been exposed.

First of all, let me frankly tell the readers that there is no dearth of good books on the very topic of shipbuilding and if anyone sincerely search, he may find dozen of good work on the subject but what really missing is the practical link between what you read and what you actually do to achieve a warship.

Sign up to Start Publishing Now
SHOP OUR LATEST COLLECTION
As for being Kolkata's favourite publisher, we at Orange Publishers would love to present you with a fresh overview of our newest releases. Have an exclusive first look at these Orange published books and stand a chance to avail exciting discounts.










“Talking Animals – Let us hear them (A Climate Fiction)”

Animals can also communicate in their own language but we can’t understand that. What if, we could decipher their language, then what kind of stories and messages could we have gathered from them? It’s a wild guess.
These wonderful creatures can also express, can also tell their stories, about their amazing adventures, about their fun and frolic, and stories about their death and despair!
Here in this book the author has attempted to do a mind reading of these amazing animals and to narrate their life activities, their life challenges, in their own words and how their life & ecosystem get affected by insensitive human activity.
Glimpse

The poet has written the poems with great energy and spirit. The reality of human life is noticeable in his creation. That’s his excellence. The language of the poem is simple and lucid. But the depth is amazing. This is one of the significant features of his poems. In fine, the poems will certainly give true joy and satisfaction to the readers.
Life On Wheels

Amar Dekha

Moner Kobita

Aneker Katha

Moner Ayena

অন্তরের মাঝে যে ছবি ফুল হয়ে ফুটে আছে?
ফুল যেমন শুকিয়ে যায়, ঠিক তেমন-ই একদিন অন্তরের ছবি মুছে যাবে।
কবি তার ভাষায় ও প্রকাশে ওই অন্তরের ছবি মুছে যাওয়ার আগে সকলের সামনে আয়না তুলে ধরতে চায়।
নানা বিবরণে ও সমাজের আলোচনায় মানুষকে জাগিয়ে তোলার উদ্দেশ্যে ‘মনের আয়না’।
Goyenda Officer er Diary Theke

Abhaginir Bhagya

আবার কারও দাঁড়িপাল্লায় ভাগ্য আর চেষ্টার ভারসাম্যকে পিষে তবে পাওয়া যায় পেড়ে পাওয়া চোদ্দোয়ানা কর্মফল।
কারও-বা কপালে জীবন-নিক্তির একদিকে নিষ্ঠা অন্যদিকে নিষ্ঠুর নিয়তি দুইয়ে মিলে ভাগ্যকে শত ক্রোশ দূরে ঠেলে দিয়ে, তাকে আমৃত্যু পোড়ামাটির প্রমাণ দিতে হয় পথ চলার প্রতি পদে পদে!
কিন্তু শুধুমাত্র ভাগ্যকে ভবিতব্য না ভেবে, টানাপোড়েনের জীবনে ভাঙাগড়ার খেলাকে মেনে নিয়ে মুহুর্মুহু মোকাবিলা করার আর এক নামই বোধহয় এই উপন্যাস 'অভাগিনীর ভাগ্য'।
ঔপন্যাসিক মায়া চৌধুরী পরম মমতায় দুই মলাটের মধ্যে 'অভাগিনীর ভাগ্য'কে বেঁধেছেন স্বচ্ছ, সরল, স্বাভাবিক শব্দের সাহসে!
শিক্ষার আলো পাওয়ার আশায় পড়ার বই প্রিয় এক অভাবী মেয়ের স্বপ্ন চুরমার করে তিলে তিলে নারী হয়ে ওঠার লড়াইয়ের উপন্যাস 'অভাগিনীর ভাগ্য'।
দুই মেরুর মানুষ নিরীহ সোমা আর নিষ্ঠুর সুভাষের মধ্যে মানসিক মায় সাংসারিক সংগ্রাম, নিঃস্ব অথচ নিঃস্বার্থ দেবদূত-নায়ক উদয়ের উদারতা, সম্পর্কের আঠায় ভাই-বোনের বেড়ে ওঠা মমতা আর দীপকের রোজনামচা, শত অন্যায়ের মাঝখানে ন্যায়পরায়ণ মাসিমা, শিবু আর বাড়িওয়ালা, একমনা মমতা আর সুরজের জীবনযুদ্ধ,
সমান্তরালে অঞ্জলি, বিমল, রুপা, দীনেশ, বিজলি, বিনয় চরিত্রগুলির চলাফেরা যেন শত শতাংশ প্রাত্যহিক জীবনেরই চালচিত্র।
মায়া চৌধুরীর সৃষ্টির শামিয়ানায় 'অভাগিনীর ভাগ্য' হয়ে উঠেছে অবচেতনে সংরক্ষণযোগ্য জীবন্ত দলিল।
Dhushor Bikel


Hi. Myself Dr. Debapi Roy. I am a senior orthopedic surgeon,a business leader, a motivational speaker. I am actively associated with social work with various organisations. My first book " Dialogues with Dolu" is an imaginary conversation of mine with my pet, a rescued stray dog. I share my thoughts,and inner conflicts in an unbiased manner on diverse contemporary social issues.
For me it was a great experience working with Orange Publishers, whose meticulous attention and constant support played a major role in the success of this venture. I am looking forward to such association in future.
- Dr. Debapi Roy, India

আমার প্রথম বই "হৃদয়মাঝারে" প্রকাশিত করেছি "Orange Publishers " এর মাধ্যমে, আমি সত্যিই খুশি যে Publishers আমাকে সব ধরণের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, এককথায় “Orange Publishers is really a fantastic publishers”
- সুমন গুহ, India

My maiden novel, VALOBASAR BRITTE (ভালোবাসার বৃত্তে) had been published in association with Orange Publishers in Feb’21. I am very much satisfied with the prompt response and active co-operation of the publishing team during the entire publishing process to turn my manuscript into a complete book for the readers.I would like to thank Orange Publishers for their thorough professionalism and it was an absolute pleasure working with them.
- Dr. Anil Kumar Pal, India

Orange Publishers is a very good platform for self publishing author. Very low cost with very good services. They work in a time bound manner. A very good self publishing company with low cost.Thanks and regards.
- Raja Suresh, India

I want to thank orange publishers for getting my daughter's debut book published. I truly appreciate their professionalism. They were very patient with the needs and demands of my daughter. In spite of the lockdown they made sure that the book was out at the earliest without compromising on any aspect of publication.
Thank you
- Mrs. Mahua Nandi mother of author Ananya Nandi, India
Exclusive On Our Orange Books Offers !